কুষ্টিয়া প্রতিনিধি।।
প্রকাশ্য দিবালোকে এক ভ্যান চালক কে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার সকাল ১১ তার দিকে
কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ হক্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ঘটনায় অভিযুক্ত ওবাইদুর রহমান জুয়েলকে আটক করেছে । তিনি কুমারখালী পৌরসভার পৌরসভার
নিহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানায় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত পরিচয়ের ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল কাছে থাকা ধারালো চুরি দিয়ে চালকের গলায় আঘাত করেন। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে। অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।