বেনাপোল(যশোর)প্রতিনিধি।।
যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগান পিস্তলসহ ইব্রাহিম হোসেন (২৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার ভোরে বেনাপোল কাগজপুকুর এলাকা থেকে অস্ত্রসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম উত্তর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।