1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষাধিক টাকা জরিমানা - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই ! হাফেজ যমজ ভাইয়েরা, একসঙ্গে বুয়েট ও চুয়েটে সাফল্য নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নির্বাচনের সাড়ে তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান অভয়নগরে পৃথক স্থানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ ২শিশুর মৃত্যু

শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লক্ষাধিক টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

ওজন পরিমাপ মানদন্ড আইনের লঙ্ঘন ও মানসনদ না থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ( ২২ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী ও বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিকের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরিদর্শক রঞ্জিত মল্লিক জানান, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযানের অংশ হিসাবে বাগেরহাটের শরণখোলায় বিএসটিআই ওজন পরিমাপ মানদন্ড আইন-২০১৮ ও বিএসটিআই আইন-২০১৮ এর বিধি অনুযায়ী ওজন পরিমাপ মানদন্ড না থাকার অপরাধে উপজেলার বান্ধাঘাটা এলাকার মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজের মালিক গোলাম মোস্তফাকে ৩০ হাজার, এরশাদ এন্টারপ্রাইজের মালিক এরশাদ তালুকদারকে ২০ হাজার, হাবিব এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান মুন্সিকে ২০ হাজার, মেসার্স সাত্তার এন্টারপ্রাইজের মালিক আ. সাত্তারকে ১০ হাজার টাকা ও রাজৈর বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শুভ ফিলিং ষ্টেশনের মালিক মো. জামাল বয়াতীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাঁচরাস্তা এলাকার ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে বিএসটিআইএর মান সনদ ও লোগো না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিএসটিআই এর মানদন্ড আইন ও বিএসটিআই এর লোগো ব্যবহার না করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews