নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার আনজার আলী মোল্যাকে পারিবারিক শত্রুতার জের ধরেুবর্ৃত্তরা গুম করে খুন করার হুমকি প্রর্শন করা হয়েছে। ভুক্তভোগী ইউপি মেম্বার আনজার আলী বিষয়টি জানিয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে. পারিবারিক শত্রুতার জের ধরে সম্প্রতি একই এলাকার কতিপয় লোক তাকে প্রকাশ্যে গুম, খুন, বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং হয়রানিমূলক মামলা ায়ের করার হুমকি প্রান করছে। যার প্রেক্ষিতে ভুক্তভোগী মেম্বার বিষয়টি জানিয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ ায়ের করেছেন।
শুক্রবার দুপুরে বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার পাথালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামছুর রহমান জানান, ইউপি মেম্বারের লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।