মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
গফরগাঁও সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগনের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা, কটূক্তি ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্দেশনায় লালমনিরহাট সরকারি কলেজে ঘন্টাব্যাপী কর্মবিরতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২জুন) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে কলেজের সকল শিক্ষক মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশের দাবী জানান লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী।
এসময় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রভাষক ও অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।