গোলাম কবির হিমুল, বুটেক্স
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে বুটেক্স ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুটেক্সের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বুটেক্স ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়।
বুটেক্স ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এসময় বুটেক্স ছাত্রলীগের নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বুটেক্স ছাত্রলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম টিপু জানান,” বৃক্ষরোপণ একটি সামাজিক ও মহৎ কাজ। নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হতে দেরি হওয়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেও কিছুটা দেরি হয়ে গেল। দেরিতে হলেও কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফলভাবে পালন করতে পেরে আমরাও খুশি।”
উল্লেখ্য, বুটেক্স ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয় ১লা জুন।