1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

অভয়নগরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ জন খবরটি পড়েছেন
যশোরের অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ফ্রি - মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার

অভয়নগর (যশোর) অফিস।
অভয়নগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করেন দক্ষিণ বঙ্গের স্বনামধন্য চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের অবসর প্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাসসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এ সময় শতাধিক রোগিকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং একই সাথে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

উপজেলার ভাঙ্গাগেট, মশরহাটি, লক্ষিপুর, মহাকাল, আমডাঙ্গাসহ আশপাশের গ্রাম থেকে বিনা মূল্যে এ চিকিৎসাসেবা নিতে শতাধিক নারী -পুরুষ আসেন । শুধু এদিন নয়, এর আগেও তিনি বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোরসদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews