বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
যশোরের বাঘারপাড়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি (ভারপ্রাপ্ত)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, সহকারি শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ,একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন , যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ , শরিফুল ইসলাম প্রমুখ।
এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।