আবারও টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান কোচকে দ্বিতীয়বারের মতো সাকিবদের প্রধান কোচ করার ব্যাপারটি মঙ্গলবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন হাথুরু।
এর আগে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। এরপর দুই বছর নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। সেই দায়িত্ব ছেড়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি।
দীর্ঘ ৬ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরলেন হাথুরু। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেণ লঙ্কান এ কোচ। ডিবিসি নিউজ