বাসা ভাড়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবির) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ইট-পাটকেল, সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলমান রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। সেই সাথে মহাসড়ক অবরুদ্ধ হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আমাদের প্রতিনিধি জানিয়েছেন, রাবি ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগের নেতৃত্বে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়ে আছেন। অপরদিকে, বিনোদপুর বাজারে অবস্থান নিয়ে আছেন ব্যবসায়ীরা। সেখানে স্থানীয় আওয়ামী লীগের লোকজনও আছেন।
জানা যায়, এর আগে বাসের ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীর সঙ্গে এক হেল্পারের হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেটি স্থানীয় এক দোকানদার হস্তক্ষেপ করেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পরে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানান নগরীর মতিহার ওসি। ডিবিসি, চ্যানেল২৪