রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলার পারুলিয়া ডক্টরস পাইলস্ চেম্বারে রবিবার ৬ আগষ্ট সকাল ১১টায় আধুনিক চিকিৎসা সেবার মান্নোন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সম্মিলিত চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়নে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শফিউল আলম।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আমরা আগে দেখতাম এই রুগীগুলোর অপারেশন করতে হতো। এখন বিনা অপারেশনে পাইলস্, অর্শ, ফিস্টুলা, এনালফিসার, নাকের মধ্যে পলিপাস ও একশিরা রোগের সঠিক ও নিরাপদ চিকিৎসা করা হয়। তাই মানুষের মধ্যে এবিষয়ে সঠিক ধারনা ও জ্ঞান দিতে হবে যাতে তারা এই সেবা গ্রহন করে দ্রুত সুস্থ হতে পারে। এসময় সাবেক এইচএমও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ডিএমইউডি (বিটিইবি) এমবিবিএস পিজিটি (অ্যানেস ) ডাঃ শফিকুল ইসলাম, স্ত্রী রোগ ও পাইলস্ মেডিসিনে আরএইচসিবি (ঢাকা) মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তার ডাঃ সোমা পারভীন উপস্থিত ছিলেন।