শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোঃ আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মারাত্বক জ্বরে আক্রান্ত হওয়ায় সোমবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পেশায় রাজমিস্ত্রি আবুল কালাম শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের ছেলে।
নিহতের নিকটাত্বীয় সাইদুল ইসলাম জানান দুই দিন ধরে আবুল কালাম জ্বরে ভুগছিল। সোমবার বিকালে মাথা ঘুরে পড়ে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন চিকিৎসকরা মৃত্যুর কারন হিসেবে ডেঙ্গুজ্বরের কথা উল্লেখ করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আবুল কালাম শ্যামনগরে ভর্তি না হওয়ায় তার মৃত্যুর কারন জানা সম্ভব হয়নি।