বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ৫ দিনব্যাপী জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচিরসমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে গত ১১ নভেম্বর পাঁচদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খাইরুজ্জামান আল মুদাচ্ছির, ডাক্তার সঞ্চিতা অধিকারী মিষ্টি, ডাক্তার আল আমিন (এমওডিসি) ডাক্তার খাদেমুল এহসান, খুলনা বিভাগীয় প্রতিনিধি দারা শেখর, হাসপাতালের পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান পলাশসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মী ও সেবা
গ্রহনকারীরা।