1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বেনাপোলে দুই কোটি টাকার সোনার বারসহ কারবারি আটক - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বেনাপোলে দুই কোটি টাকার সোনার বারসহ কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ জন খবরটি পড়েছেন

শার্শার উপজেলার বেনাপোল সীমান্তে ২০ পিস সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক কারবারিকে আটক করেছে বিজিবি। দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ওই সোনার বারগুলোর মূল্য প্রায় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।

শনিবার (১৬ ডিসেম্বর) পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান পুটখালী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ মোড়ানো ২০ পিস সোনার বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, উদ্ধার সোনার বার ট্রেজারিতে জমা দেয়া হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews