বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় আশ্রায়ন প্রকল্পে বসবাসরত শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও হোসনে আরা তান্নি। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূ‚মি) তামান্না ফেরদৌসি উপস্থিত ছিলেন।
আজা রোববার দুপুর হতে রাত পর্যন্ত বাঘারপাড়া বাজার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা বহরমপুর আশ্রায়ন প্রকল্পে, করিমপুর ও ভাঙ্গুড়া পুখুরিয়া আশ্রায়নসহ বিভিন্ন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
ইউএনও হোসনে আরা তান্নি জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। সরকারি আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায় ভাবে জীবন-যাপন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে।