বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূর নাম সুপ্রিয়া সেন (২৫)। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুপ্রিয়া সেন একই গ্রামের বাটুল লস্কারের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে রাখা গোবরের মশাল বৃষ্টিতে ভিজে যাওয়া ও পারিবারিক বিষয় নিয়ে সুপ্রিয়ার সাথে স্বামীর মনোমালিন্য হয়। এর জের ধরে দুপুর দেড়টার দিকে নিজ বসত ঘরের মধ্যে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুপ্রিয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় ওড়না কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আল-আমিন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।