1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বুটেক্সে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই !

বুটেক্সে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ জন খবরটি পড়েছেন

বুটেক্স প্রতিনিধি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কনফারেন্স। বৃহস্পতিবার (২৩ মে) আয়োজিত এই কনফারেন্স পরিচালনা করে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ।
টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর অনুষ্ঠিত এই কনফারেন্সে টেক্সটাইল প্রসেসিং, টেকসই এবং সার্কুলারিটির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী আয়োজিত কনফারেন্সটি দুটি ভাগে পরিচালনা করা হয়। প্রথম অংশে প্লিনারি সেশন এবং পরবর্তীতে টেকনিক্যাল সেশনের মাধ্যমে কনফারেন্স সমাপ্ত হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন জার্মানির হফ ইউনিভার্সিটির অব অ্যাপ্লাইড সায়েন্সের অধ্যাপক ড. মাইকেল রাচ্, কনফারেন্স চেয়ার বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, কনফারেন্স সেক্রেটারি ড. মোহাম্মদ আব্বাস উদ্দীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এবারের কনফারেন্সে ১৮টি দেশ থেকে প্রায় ১০০টি পেপার জমা হয়। যার মধ্যে বাছাইকৃত ৩৪টি পেপারের উপর প্রতিযোগীরা প্রেজেন্টেশন দেয়ার সুযোগ পায়। এছাড়া কনফারেন্সে ১১টি পোস্টার প্রেজেন্টেশনের সুযোগ পায় প্রতিযোগীরা।

এবারের কনফারেন্সে অংশগ্রহণকারীরা ফাইবার সায়েন্স, টেকনিক্যাল ও স্মার্ট টেক্সটাইল, কেমিস্ট্রি অব ডাইজ অ্যান্ড অক্সিলারিজ, টেক্সটাইল কেমিক্যাল প্রসেসিং, ন্যানোটেকনোলজি ইন টেক্সটাইল, অ্যাডভান্স টেক্সটাইল ম্যাটেরিয়াল, সলিড ও হ্যাজারডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট-ওয়াটার ম্যানেজমেন্ট, কেমিক্যাল সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, সাসটেইনেবিলিটি অ্যান্ড সার্কুলার ইকোনমি, টেক্সটাইল ও অ্যাপারেল সাপ্লাই চেইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও ফ্যাশন ডিজাইন, অ্যাডভান্স মেশিনারি অ্যান্ড অটোমেশন, রিনিউয়েবল এনার্জি, ইন্ডাস্ট্রি ৪.০ বিষয়ে পেপার জমার সুযোগ পায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews