যশোর সদর উপজেলা পরিষদদের নির্বাচন পরিবর্তী সহিংসতায় যশোরে আহত সাকিব হোসেন (১৯) মারা গেছেন।বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।পুলিশ আরও জানিয়েছে,ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা থেকে এনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত সাকিব হোসেন (১৯)শহরের চাঁচড়ার মজনুর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানান, তরুণ সাকিবসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর আনন্দ মিছিলে হামলা চালান। ওই হামলায় সাজ্জাদ হোসেন লাদেন নামে এক যুবক ছুরিকাহত হন। এ ঘটনার পরপরই আহত সাজ্জাদের পক্ষের লোকেরা ছুরিকাঘাতকারী হিসেবে সাকিবকে চিহ্নিত করে তাকে ধরে এনে মারধর করেন।এতে সাবিক গুরুতর আহত হন।
খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দিলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।