রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতারোধে যাচ্ছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য, বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউ পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ।
বিভিন্ন এলাকার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে। এ পর্যন্ত ফ্যাসিবাদ, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এ দেশের মানুষের উপর বহু নির্যাতন করেছে। শুধু নির্যাতন নয়,জুলুম করেছে, হত্যা করেছে, গুম করেছে। এদেশের জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করতে চেয়েছিল কিন্তুু পারেন নাই।
বাবু আরো বলেন আমি নিজে অসুস্থ হয়ে,উপজেলার এই সহিংসতা ঠেকাতে আমার সদস্য সহ সর্বস্তরের জনতার সঙ্গে নিয়ে মাঠে নেমেছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। দেশব্যাপী সহিংসতারোধে দেবহাটা উপজেলার মাইকিং করা ও বিভিন্ন বাড়ি ঘর চৌকি দেওয়া সহ তিনি ইতিমধ্যে কুলিয়া,সখিপুর, নোয়াপাড়া, দেবহাটা, পারুলিয়ার ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের সহিংস ঘটনা, লুটপাট বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান। বাবু আরো বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে যদি কেউ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানান এবং দলীয় নেতা-কর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পাহারা দেয়ার নির্দেশ দেন।