মোঃ মাসুমবিল্লাহ
১৪৭৫৭০ বর্গ কিলো মিটারের ছোট্টো একটি দেশ,
নামটি তার শুনতে মধুর সোনার বাংলাদেশ।
পরাধীন্তার শিকলে বন্দী দুটি যুগ,
স্বাধীন করতে রক্ত দিল ৩০ লক্ষ মানুষ।
ত্যাগ মহিমার অপরূপ দৃষ্টান্ত, একটিও নাই বিশ্বে।
গর্ব করি জন্মে যে তাই সোনার বাংলাদেশে।
জীবন ধরেছে বাজী হাসতে সুখের হাসি,
মরণের মাঝে স্বপ্ন দেখেছে নতুন করে বাঁচতে।
দিন গিয়েছে মাসও গিয়েছে, গিয়েছে কত বছর,
সোনার বাংলা শাসন করেছে ৫৩ টি বছর।
নেই যে কোন উন্নতি তার, নেই যে অগ্রগতি,
যে এসেছে সেই মেরেছে, করেছে পকেট ভর্তি।
দিনের পরে বছরও গেছে সোনার বাংলা ভাটা পড়েছে।
সবজির বাজারে আগুন লেগেছে,
মানুষের সকল বাঁধ ভেঙ্গেছে।
ঊর্দ্ধ গতি দ্রব্যের মূল্য বাড়ছে অবিরত।
বাড়ছে নাকো শ্রমিকের মূল্য, কষ্টে যায় দিন।
দূর্নীতি আর কালো বাজারী,
পকেট ভরেছে গুদাম ব্যাপারী।
উৎপাদনের ভাটা পড়েছে,
চাউলের মূল্য তাই বেড়েছে।
অনাহার আর অর্ধাহারে- মৃতু ফিরেছে দ্বারে দ্বারে।
হত যদি এমন যেত করা যদি ফটোকপি-
চাউল করে ফটোকপি খুদা মেটাত ১৫ কোটি।
অন্ন, বস্ত্র, বাসস্থান, নেই যে প্রয়োজন,
চাইছে দুটো ভাত পেট ভরে খেতে,
১৮ কোটি মানুষের আজ একটা দাবী।