অভয়নগর (যশোর) প্রতিনিধি। আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। তাই মহান বিজয় দিবস আসলে যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে নওয়াপাড়া প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ৮ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী আবুল হোসেন, লিটন প্রমুখ।