নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন হোসেন গ্রেপ্তার। গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর পৌরসভার ০৮ নং পলাশপোল ওয়ার্ডের অর্ন্তগত সাতক্ষীরা থানা মসজিদের পাশে এস আর ফ্যাশানের সামনে পাকা রাস্তার উপর হতে অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার কৃত অনলাইন জুয়ার এজেন্ট হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামের ফজলুল হক এর ছেলে সুমন হোসেন (২৪)।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন অনলাইন জুয়া ওয়ানএক্সবেট অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) A ধারা মামলা রুজু করা হয়েছে।