নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোরের বসুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ বাবুল আক্তারের মাতা খাদিজা বেগম (৮৫) সোমবার দুপুরে নিজ বাড়ি সদুল্লাপুর গ্রামে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি …. রাজিউন)। এশাবাদ মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানসহ সকল কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।