রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার। দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন কোমরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে আনারুল ইসলামের বাড়িতে ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যার পরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৬ টি গরু ছাগল সহ বসত ঘর পুড়ে ছায় হয়ে গেছে ।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা বলেন, বসত ঘরে আগুন লাগার সাথে সাথে আমার কাছে ফোন দিলে আমি সাথে সাথেই দেবহাটা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেই। তারা এসে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্থ আনারুল ইসলাম বলেন, আমার গোয়াল ঘরে ৩ টা গরু ও ৫ টি ছাগল ছিলো তার মধ্যে ২ টি গরু ও ৪ টি ছাগল পুড়ে ছায় হয়েছে গেছে। সাথে আমার বসত ঘরে থাকা সকল আসবাবপত্র ও খাবার সমগ্রী পুড়ে গেছে আমার এখন থাকার মতো কোন জায়গা নাই।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, আমি রাতেই খবর পেয়ে ছুটে এসেছিলাম এসে দেখি তাদের থাকার মতো কোন জায়গা নাই। আমি সাথে সাথে মাননীয় যুব ও ক্রীয়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হোসেন কাছে ফোন দেই। তিনি আমাদের কে আশ্বাস দেন যে তাদের জন্য ব্যাবস্থা গ্রহন করবো। তাতক্ষনিকভাবে চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এক বস্তা চাউল পাঠিয়ে দেন।
একই সাথে সাথে আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেন ও আর্থিক সহয়তা প্রদান করেন, দেবহাটা উপজেলা বাং লাদেশ জামায়াতী ইসলাম। এই সময় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার বলেন, আমরা এই ঘটনায় মর্মাহত এবং আমরা তাদের কিছু আর্থিক সহযোগিতা করছি। আর সমাজের বিত্তবানদের বলব তারা যেনো এ অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়। তার সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির অলিউল্ ইসলাম ও সেক্রেটারি ইমদাদুল হক সহ বহু নেতকর্মীরা এবং এই সময় তারা ক্ষতিগ্রস্থদের জন্য পরনের কাপড়সহ কম্বল দিয়ে যান।
দেবহাটা ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ ইউনূস আলী বলেন, আমরা প্রথমিক ভাবে ধরনা করছি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিসংযোগ হয়েছে, এতে করে ধরনা করা যাচ্ছে প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে দেবহাটা উপজেলা বি,এন,পির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী বলেন, এই ঘটনায় আমি মর্মাহত আমার দলের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেগুলা আমি করব।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, আগুন লাগার পর পরই আমি শুনতে তখই সার্বিক তত্ত্বাবধানের জন্য ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ওই ইউপি সদস্যকে দায়িত্ব দেয়। এবং কিছু কাপড়চোপড় ও কম্বল পাঠিয়েছি।ও আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেগুলা ওনাদের জন্য করবো।