নওয়াপাড়া পৌর যশোর প্রতিনিধি। বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর (৭৫)ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রোববার ভোররাতে গুয়াখোলা এলাকার নিজ বাসায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
রোববার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার ইউএনও জয়দেব চক্রবর্তী, অভয়নগর থানার ওসি তদন্ত শুভ্র ভদ্র,অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান। পরে তাকে বুইকরা সরকারি গোরস্থানে দাফন করা হয়।