1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গৌরীপুরে নারী দিবসে অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

গৌরীপুরে নারী দিবসে অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫ জন খবরটি পড়েছেন
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক, বিএনপি নেতা এস এম দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা বদরুজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ আবু ইউসুফ, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফরিদা পারভীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দি নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক নাদিরা জামান পান্না, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সম্পাদিকা পলি আক্তার, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বিউটি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমতা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews