স্টাফ রিপোর্টার।
রাজধানীর গুলশানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গাড়িচালক সজল হোসেন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি ভাড়া বাসায় রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) শিশুটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সজলকে গ্রেফতার করা হয়। বর্তমানে শিশুটি শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন জানান, গ্রেফতারকৃত সজল হোসেন পলাশের বয়স ৪০ বছর। শিশুটি তার মায়ের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। শিশুটির বাবা মারা গেছেন এবং তার মা অন্যের বাসায় কাজ করেন। সজল এবং শিশুটির পরিবারের মধ্যে পূর্বপরিচয় ছিল। শিশুটির মা কাজে থাকাকালীন সজল বাসায় এসে শিশুটিকে ধর্ষণ করে।
মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা কাজ থেকে ফিরে আসার পর শিশুটি তাকে ধর্ষণের ঘটনা জানায়। এরপর তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।