ডেস্ক নিউজ।
সৌদি আরবে আজ মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। ঈদের ঠিক আগের দিন, ৫ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
ওমান এবং ইন্দোনেশিয়াও সৌদির সঙ্গে মিল রেখে ৬ জুন ঈদ উদ্যাপনের কথা জানিয়েছে। ফলে মুসলিম বিশ্বের অনেক দেশেই একই দিনে ঈদুল আজহা উদ্যাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন ঈদ উদ্যাপিত হয়। সে হিসেব অনুযায়ী, চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে আগামী ৭ জুন (শনিবার)। তবে এটি নির্ভর করবে দেশের আকাশে চাঁদ দেখার ওপর।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।