ডেস্ক নিউজ।
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালে মো. আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
গত বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টার দিকে মক্কায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। তিনি জানান, আজাদ অসুস্থ হয়ে মারা গেছেন বলে শুনেছেন এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আজাদ গত ২৮ এপ্রিল স্ত্রীসহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করেন। সেখানে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিঃসন্তান ছিলেন।
মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে।