২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে লাখো মানুষ রাজপথে নেমে আসে ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা শেখ হাসিনার শাসনের অবসান ঘটাতে। “মার্চ টু ঢাকা” কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা ঢাকায় আসে। দুপুরের পর রাজধানীর রাস্তাঘাটে ভিড় বাড়তে থাকে এবং মিছিল গণভবনের দিকে অগ্রসর হয়।
কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের গুলিতে মৃত্যুর পর দেশজুড়ে বিস্তৃত হয়। সরকারপক্ষের দমন-পীড়ন, পুলিশের গুলি এবং ছাত্রলীগ-যুবলীগের হামলা আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনে একাত্মতা জানায়।
৫ আগস্ট বিকেলে গণভবন ঘেরাওয়ের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেনাপ্রধানের নির্ধারিত সময়সীমায় প্রস্তুতি নিয়ে ভারতে চলে যান। হাসিনার প্রস্থান সংবাদ মুহূর্তেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। দেশে এবং প্রবাসে বাংলাদেশিরা মুক্তির আনন্দে মিছিল করে।
এরপর থেকে হাসিনাবিরোধী মিছিল-মিটিং অব্যাহত রয়েছে, যেখানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফের সুযোগ না দেওয়ার দাবি তোলা হচ্ছে।