দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি মৌষুমে ৯ হাজার ১‘শ ৫০ জন কৃষককে গম, ভুট্টা,সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন
পেঁয়াজ,মসুরী, খেসারী ও অড়হড় এবং বসতবাড়ি ও মাঠচাষ যোগ্য আগাম শীতকালীন (রবি সবজি) শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন কৃষকের মধ্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, পাটবীজ কর্মকর্তা কামাল উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী, আব্দুল খালেক প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন জানান, ফসলের উৎপাদনবৃদ্ধি ও কৃষকদের উবুদ্ধ করতে সরকারী সহায়তা হিসাবে এ সকল বীজ ও সার বিতরণ করা হয়েছে।