অভিযাত্রী অনলাইন প্লাটফর্ম, শুরুর দিকে শুধুমাত্র সৃজনশীল প্রকাশনা দিয়ে শুরু হয় যার কাজ। এখন অনেকের কাছেই পরিচিত এবং জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম। যারা কাজ করছে প্রতিভা বিকাশ,সৃজনশীলতার মূল্যায়ন, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠায়।
বিগত বছরের এই দিনে শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয় অভিযাত্রীর পথচলা, তা এখন একদিন দুইদিন করে বছর পেরিয়েছে।প্রথমদিকে নাম ছিল ‘অনলাইন প্লাটফর্ম টুকটাক’, ধাপে ধাপে সংস্করণ, মার্জিতকরণের পর বর্তমানে যা অভিযাত্রীর চূড়ান্ত রূপ।
সৃজনশীল লেখা, গল্প, কবিতা, আঁকিবুকি এসব প্রতিভাকে সামনে আনতে অভিযাত্রী কাজ শুরু করেছিল,যা এখন বিস্তৃতভাবে ‘এসো শিখি’, ‘সম্ভাবনার খোঁজে’ প্রজেক্টসহ, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, (মানসম্মত শিক্ষা, এসডিজি-৪) অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অভিযাত্রীর স্বপ্নদ্রষ্টা মো.আলফাজ উদ্দিন এর কাছে শুরুর গল্প জানতে চাইলে তিনি বলেন, “শুরুর দিকে গল্পটা একদমই সহজ ছিল না। বিষয়টা শুরু হয় যখন নিজের স্বরচিত কবিতা কোথাও প্রকাশের সুযোগ পেতাম না। তখন মাথায় আসলো আমার মত হয়তো এরকম অনেকেই আছে, যারা শুধুমাত্র একটি মাধ্যমের অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে না। তখনই সিদ্ধান্ত নিলাম এমন একটি অনলাইন ভিত্তিক প্রকাশনা মাধ্যম প্রতিষ্ঠিত করার।
চলার পথে অনেক কে পাশে পেয়েছি। যারা প্রতিনিয়ত নিজেদের মেধা,শ্রম,সময় দিয়ে অভিযাত্রীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা চাই গতানুগতিক নিয়মের বাইরে এসে সকলের জন্য আরেকটু উন্নতর একটি টেকসইভাবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠা করতে।আমরা চাই প্রত্যেকের ভেতরে লুকায়িত প্রতিভা সামনে আসুক, প্রত্যেকে তার দক্ষতার বিকাশ ঘটাক। অভিযাত্রী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ।