এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামের নাগেশ্বরী প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে বালুর পাহাড় গড়েছে।
উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কান্দুরার হাট সংলগ্ন গড়াইপার গ্রামের মহৎ আলী তার চল্লিশ শতাংশ জমিতে পুকুর খনন করার নাম করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে বালু বিক্রি করে আসছে ।
মহৎ আলি জানান, আসেপাশে বাড়ী এবং বাশের আরা থাকার করণে আমার জমিতে আবাদ হয়না, তাই পুকুর করে মাছ চাষ করব।
তিনি আরও বলেন, আসেপাশের মানুষ আমার সাথে হিংসা করে বাশ লাগিয়েছে । নিয়মের অতিরিক্ত গভীর করে পুকুর খনন করার কারণে আসে পাশের ফসলি জমি ভেংগে পরার আশংকা রয়েছে । শুধু তাই নয়, পাশের জমিতে বিক্রির জন্য বালু উত্তোলন করে পাহাড় করে রেখেছে। এ ব্যপারে জমির মালিক মহৎ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি গাগলা নুহু নামের ড্রেজার ব্যবসায়ীকে পুকুর থেকে বালু উত্তোলনের জন্য চুক্তি দিয়েছি। ড্রেজার মেশিনের মালিক নুহু’র সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
হাসনাবাদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হাফিজুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি বিষয়টি জানিনা, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।