মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা থানায় ১৬ মাদক মামলার আসামী সায়েদ শেখ ওরফে পঙ্কজকে (৫৫) মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারৃকতকে রোববার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইয়েদুর রহমান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে মৃত মেছের শেখের ছেলে সায়েদ শেখ ওরফে পঙ্কজকে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। তখন পঙ্কজ পালিয়ে গেলে তার সহযোগী বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সায়েদ শেখ ওরফে পঙ্কজ একজন ভয়ঙ্কর মাদককারবারী। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত শরণখোলা থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।