অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৩শিক্ষকের এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সোমবার বিকালে নওয়াপাড়া সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করে বের হওয়ার পর দুই ছিনতাইকারী তাদের টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে শিক্ষক হরিচাঁদ মন্ডল সোমবার সন্ধ্যায় অভয়নগর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষক হরিচাঁদ মন্ডল জানান, ‘সোমবার বিকালে আমি আমার এবং আরও দুই শিক্ষকের বেতনের টাকা নওয়াপাড়া সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংকের নীচে নেমে মোটরসাইকেল যোগে রওনা হওয়ার মৃহুর্তে দুইজন লোক আমার গাড়ীর গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমারসহ অপর দুই শিক্ষকের মোট এক লাখ টাকা উত্তোলন করেছিলাম।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘শিক্ষক হরিচাঁদ মন্ডল নামে এক শিক্ষকের টাকা ছিনতাইয়ের বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সিসি ফুটেজ দেখে ছিনতাইকারীকে ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে।