স্টাফ রিপোর্টার।।
অভয়নগরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হলেন, চেঙ্গুটিয়া গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মো. মুরাদ হোসেন (২৭) ও একই গ্রামের মৃত খালেক তরফদারের ছেলে মো. অহিদুল ইসলাম (৩০)।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলা চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা এলাকায় অভিযান চালানো হয়। বাবলাতলা বাজারে আলাউদ্দিন মোড়লের গাড়ী সার্ভিসিং সেন্টারের সামনে পুলিশের টিম পৌঁছালে দুই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদেরকে আটক করা হয় এবং তাদের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আটক মুরাদ হোসেন ও অহিদুল ইসলামের বিরুদ্ধে মণিরামপুর ও যশোর কোতয়ালী থানায় পৃথক মাদক মামলা রয়েছে।