1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যশোর থেকে চুরি যাওয়া ৬ ট্রাক কাঠ ৭ দিন পরে মাগুরার সীমাখালি থেকে উদ্ধার - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই ! হাফেজ যমজ ভাইয়েরা, একসঙ্গে বুয়েট ও চুয়েটে সাফল্য নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নির্বাচনের সাড়ে তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান

যশোর থেকে চুরি যাওয়া ৬ ট্রাক কাঠ ৭ দিন পরে মাগুরার সীমাখালি থেকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২১২ জন খবরটি পড়েছেন

শালিখা প্রতিনিধি।।

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকার চুরি যাওয়া ৬ ট্রাক কাঠ সাত দিন পরে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১১ এপ্রিল ওই কাঠগুলো শালিখার সীমাখালী বাজারের মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক সালাহউদ্দিন যশোরের চুড়ামনকাঠি এলাকা থেকে সবার অগোচরে নিয়ে আসেন।

৬ ট্রাক কাঠ আত্মসাতের ঘটনায় কাঠ মালিক রাকিব হাসান বিপুল পরিমাণ কাঠ উদ্ধার ও আইনি সহায়তা পেতে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় যশোর ও শালিখা থানায় একটি করে লিখিত এবং বন বিভাগ মাগুরায় মৌখিক অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং সীমাখালী বাজারের কলু বাড়ির মোড়ে অভিযুক্ত ঠিকাদারের সারের দোকান ও বাড়ির মসজিদের পাশ থেকে কাঠগুলো জব্দ করে। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সালাহউদ্দিন এখনো পর্যন্ত পুলিশকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন। তিনি বলেন, বৈধতা যাচাইয়ের জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সুত্রে জানা গেছে,  যশোর-ঝিনাইদহ সড়ক উন্নয়ন কাজে খাড়া গাছগুলো বিক্রয়ের দরপত্র আহবান করে মালিকানাধীন যশোর জেলা পরিষদ। সর্বোচ্চ দরদাতা হিসেবে সড়কের ২নং লটের ৩০১-৬০০ নং পর্যন্ত গাছ কেনার অনুমতি পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব হাসানের মালিক রাকিব হাসান। এরপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর গাছগুলো কাটার জন্য ৫০% ব্যবসায়িক অংশীদার হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক সালাহউদ্দিন সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত সাপেক্ষে গাছ কাটার কাজ শুরু হয়। কিন্তু গত সাতদিন আগে গোপনে যশোর সদরের চুড়ামনকাঠি এলাকায় কাজের সাইট থেকে ২ গাড়ি (৯০০ সেফটি) কাঠ ট্রাকে করে নিয়ে চলে আসেন সালাহউদ্দিন। এতে উভয় ঠিকাদারের মধ্যে সুসম্পর্ক ব্যাহত হয় এবং বাকি গাছগুলো কাটায় প্রতিবন্ধকা সৃষ্টি হয়। এরপর বিষয়টি সমাধানের জন্য গত ১২ এপ্রিল উভয় পক্ষ বসার দিন ধার্য করে। কিন্তু ১১ এপ্রিল সকালে গোপনে ২টি ক্রেন দিয়ে রাকিব হাসানের ভাগের ৪ ট্রাক কাঠ সালাহউদ্দিন সীমাখালী বাজারে নিয়ে এসে তার দোকানের পিছনে ও বাড়ির মসজিদের পাশে রেখেছেন। বিষয়টি জানতে পেরে পরদিনই ওই সড়কের গাছ কাটার কাজ বন্ধ রাখার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার রাকিব হাসান।

মাগুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তপেন্দ্রনাথ সরকার বলেন, প্রথম পক্ষ সরাসরি থানায় অভিযোগ করবে। তদন্ত সাপেক্ষে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে। অথবা আদালতে মামলা করার পর কাঠগুলো অবৈধ প্রমাণিত হলে বনবিভাগকে তা জব্দ করতে নির্দেশ দিলে তখনই ব্যবস্থা নিতে পারবো।

জানতে চাইলে যশোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, আমি শুনেছি কাজের সাইটে দুই পার্টনারের মধ্যে একটা সমস্যা হয়েছে। তবে কাঠ চুরি হয়েছে কিনা সরেজমিন তদন্ত না করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে অভিযুক্ত ঠিকাদার সালাহউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews