নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথক দুই স্থানে ২জন নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলার বাগদহ গ্রামের ফিরোজ শিকদার জানান, বাগদহ গ্রামের ভিক্ষা করে জীবিকা নির্বাহকারী নূর ইসলামের স্ত্রী রিজিয়া বেগম (৫৫) দীর্ঘদিন ধরে পেটের ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯টার সময় তিনি গলায় কাপড় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্য করেন।
অপরদিকে চলিশিয়া গ্রামের নাটোর পাল জানান, তার প্রতিবেশি বীণা রানী পাল (৬৭) দীর্ঘদির রোগে ভূগছিলেন। সম্প্রতি তার মাথায় সমস্যাও দেখা দেয়। মঙ্গলবার খুব ভোরে বাড়ির পাশের ছফেদা গাছে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
এ ব্যাপারে থানার ওসি একেএম শামীম হাসান জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি, ঘটনা দুটি সত্য। তারা দুজনেই অসুখের যন্ত্রণায় আত্মহত্যা করেছেন।