অনাথ মন্ডল, শ্যামনগর।।
শ্যামনগরে গোপন সংবাদের বিত্তিতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শেখ শাহ আলম (৪০)।পুলিশ তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের এস আই (নি:)তারক বিশ্বাস ও এ এস আই হাসান (নি:) সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সীগঞ্জ বড় ভেটখালী খালপাড়ের পাকা রাস্তা থেকে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে।কিছু প্রভাবশালী মাদক কারবারীরা পুলিশের উপস্তিত টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয় মুন্সীগঞ্জ নৌ ফাঁড়ির ইনজার্জ এস আই তারক বিশ্বাস বলেন, আমরা রাত সাড়ে ৮ দিকে গোপন সংবাদে জানতে পারি যে মাদক কেনাবেচা হচ্ছে।সেখানে গিয়ে শেখ শাহলমকে ইয়াবাসহ আটক করি এবং বাকি কয়েক জন মাদক কারবারীর আমাদের টের পেয়ে পালিয়ে যায়।পালিয়ে যাওয়া মাদক করবারীদের সনাক্তের চেষ্টা চলছে। আসামীকে মামলা দিয়ে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তন্তর করেছি। যার মামলা নং ৫২।