নড়াইল প্রতিনিধি।।
জমাজমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় এক জনকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত রেজাউল করিম পটু মোল্যা (৫২) লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের পটু মোল্যার সাথে পাশের ইজাজুলদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে বিকাল ৩টার দিয়ে ইজাজুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পটু মোল্যাকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।