অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাঈদ শিকদারের সঞ্চালনায় নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট জহুরুল হক জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাফিজুর রহমান, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবদুর রহিম ফারাজী, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি প্রহল্লাদ সাহা, জাতীয় পার্টি নেতা গাজী রেজাউল করিম, যুব সংহতির আহবায়ক আলম ফারাজী, শ্রীধরপুর ইউনিয়নের আহবায়ক নাজমুল আবেদিন, মোশারেফ হোসেন মুছা, জাকির হোসেন হৃদয়, শরিফুল ইসলাম, সোবাহান হোসেন, জামাল হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এ্যডভোকেট জহুরুল হক জহির ।