নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরের ৭ নং শুভরাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইয়াহিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার“জ্জামান তার“, জেলা পরিষদের সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন ও শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মহির। সম্মেলনের উদ্বোধন করেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক বিশ্বাস। সম্মেলন শেষে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আ’লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।