তারিম আহমেদ ইমন, অভয়নগর ।
অভয়নগরের ভৈরব নদের ডাঙ্গায় রোদ পোহাচ্ছে কুমির। তা দেখতে এলাকার শত শত নারী-পুরুষ ভীড় জমিয়েছে।
বুধবার দুপুরে ভৈরব নদে পূর্ব পাড়ের মধ্যপুর এলাকায় নদীর পাড়ে কুমিরটি রোদ পোহাতে থাকে। খবর এলাকায় ছড়িয়ে পড়লে কুমিরটিকে একনজর দেখার জন্য শত শত নারী-পুরুষ ভৈরব নদের ওই পাড়ে ভীড় করে।
মধ্যপুর গ্রামের বাসিন্দা তন্ময় রাহা জানান, দুপুরের পরপরই কুমিরের রোদ পোহানোর কথা শুনতে পেরে নদীর পাড়ে গিয়ে কুমিরটিকে দেখতে পাই। তারপর সে তার ফেসবুক পেজে লাইভে এসে কুমিরটি সবাইকে দেখায়। মধ্যপুর এলাকার বাসিন্দা সামছু সরদার বলেন, কুমিরটির মাথাটা কিছুটা ছোট কিন্তু চলটা খানিক লম্বা। কুমিরটি প্রায় ৫ফুটের মতো লম্বা।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো. আবুজার সিদ্দিকী জানান, ভৈরব নদে কুমির পাওয়ার খবর ইতোমধ্যে আমি শুনেছি। বন বিভাগ এটাকে ধরে চিড়িয়াখানায় অবমুক্ত করতে পারে।