কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। রোববার (১৮ ডিসেম্বর) টাইব্রেকারে এমবাপ্পেদের হারিয়ে বিশ্বকাপ জেতে তারা। ৩৬ বছর পর বিশ্ব শিরোপা জয়ের আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। সেই আনন্দোৎসবের মাঝেই আর্জেন্টিনার রাজধানী বুয়েনসে উড়তে দেখা যায় বাংলাদেশের পতাকা।
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ না জেতার যে খরা সেটি গুছিয়েছেন মেসি বাহিনী। তাদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে দেশটির রাজধানী বুয়েনসে। বিশ্বের অন্যতম বড় প্রশস্থ রাস্তায়ও মানুষের দাঁড়ানোর জায়গা মিলছে না। আর্জেন্টিনার রাজধানী দেখলে মনে হবে যেন মানুষে ঝড় শুরু হয়েছে। রোববার রাতে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সেখানে নতুন এক চিত্র দেখা গেছে। রাত জুড়ে মানুষের আনন্দ, হৈ হুল্লর ছিল চোখে পড়ার মতো।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত আর্জেন্টাইনরা। রাস্তার মাঝেই নেচে-গেয়ে উল্লাসে মেতে উঠেছেন তারা। আর্জেন্টিনার পতাকা হাতে দেশটির সমর্থকরা বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করতে থাকে। হাজারো আর্জেন্টিনার পতাকার মাঝেই উড়তে দেখা যায় লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সুদূর আর্জেন্টিনায় উড়া বাংলাদেশের এই পতাকাই জানান দিচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা।
সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা, ভালোবাসা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের মানুষের এমন ভালোবাসা নজর এড়ায়নি আর্জেন্টিনার। এমনকি ফিফাও তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের মানুষের এমন ফুটবল উন্মাদনার ভিডিও প্রকাশ করে। আর্জেন্টিনার দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের এমন ভালোবাসার পর দেশটির জনগণও বাংলাদেশকে নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে। চ্যানেল ২৪