তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো ১০ উইকেটের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ১০২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ৪১ বলে ৪১ রান ও লিটন দাসের ৩৮ বলে ৫০ রানের মারকুটে ইনিংসে আইরিশদের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় টাইগাররা। এতে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। পাঁচ উইকেটে শিকার করে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ।
ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে-তে ৪ উইকেট হারিয়ে দিশেহারা আয়ারল্যান্ড। এরপর লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনে ৪২ রানের জুটি গড়লে ইবাদত হোসেনের বলে লেগ বিফোরে কাটা পড়েন লরকান টাকার। এতে আবারো বোলিংয়ে চমক দেখায় টাইগাররা। সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পিচের ওপর প্রান্তে থেকে দলের সর্বোচ্চ রান করেন কার্টিস ক্যাম্ফার। ৪৮ বলে ৩৬ রান করে কার্টিস আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া তাসকিন তিনটি এবং ইবাদত হোসেন দুটি করে উইকেট শিকার করেন। আমাদের সময় ডটকম