বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , স্কাউটস যশোর জেলা শাখার সহকারি পরিচালক জামাল উদ্দিন, স্কাউটস কমিশনার আব্দুর রহমান খান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান , শিক্ষা কর্মকর্তা আলী আকবার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট শিক্ষকগন অংশ নেন।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।