1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যশোর-৪ আসনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী যারা - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই !

যশোর-৪ আসনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী যারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫২৪ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি ।
৮৮,যশোর-৪ আসন ( অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) নিয়ে এ আসনটি। এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীরা মনোনয়ন পাওয়ার জন্য দৌড় ঝাঁপ শুরু করেছেন।

ইতোমধ্যে তারা ভোটারদের মন জয় করার জন্য এবং পরিচিতি লাভের আশায় এলাকার হাট-বাজারসহ প্রত্যন্ত অঞ্চলে প্যানা, ব্যানার ও পোষ্টার ঝুলিয়েছেন। মত বিনিময় করে চলেছেন ভোটারদের সাথে।

ক্ষমতাশীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রতাশীদের মধ্যে আছেন, তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ কুমার রায়, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নওয়াপাড়া পৌরসভার মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নওয়াপাড়া পৌরসভার চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, জাতীয় শ্রমিকলীগ রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক, মোটর শ্রমিক নেতা রবিন
অধিকারী ব্যাচা, যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আশরাফুল কবির বিপুল ফারাজী ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার ,সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী ও বাঘারপাড়া আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সোলায়মান হোসেন ।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা জানান, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। মাননীয় প্রধান মন্ত্রী যাকেই নৌকা প্রতীক দিবেন তিনি হবেন আমাদের প্রার্থী। আমরা তার পক্ষে নির্বাচনী কাজ করবো।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন,বাঘাড়পাড়া থানা বিএনপির সভাপতি টিএস আইয়ুব, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টেরঅ্যাডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগ।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে সুতরাং এই মুহুর্তে আমি নির্বাচন নিয়ে ভাবছি না। এক দফা দাবি আদায়ের পর জাতীয় সংসদ নির্বাচন হলে সেখানে আমি যশোর-৪ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত একজন প্রার্থী হতে চাই।

অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ও খুলনা বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জহির এই আসনের নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews