স্টাফ রিপোর্টার।
দেশের এটাই প্রথম এতবড় ন্যাশনাল দাবা প্রতিযোগিতা গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার যশোরের বাঘারপাড়ার মহিরন বলদেঘাটা মোড়ে ন্যাশনাল দাবা প্রতিযোগিতায় অংগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও জাতীয় দাবা টিমের খেলোয়াড় বৃন্দরা।
এদিনের খেলায় হতবাক করেছেন চার জন শিশু দাবা খেলোয়াড়।
ন্যাশনাল দাবা প্রতিযোগিতা গ্রামাঞ্চলে এটির উদ্দেশ্য ছিল গ্রামের যুবশক্তির মধ্যে প্রতিভার বেশি অবগতি এবং সমৃদ্ধি উপলভ্য করা।
এই প্রতিযোগিতায় গ্রামের যুবকদের মধ্যে একটি উচ্চ মর্যাদা স্থাপন করাই হচ্ছে মূল উদ্দেশ্য , যাতে করে উঠতি বয়সের যুবসমাজ মাদক থেকে বিরত থাকে এবং এটি একটি উৎকৃষ্ট প্রদর্শনের স্বীকৃতি। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে গ্রাম এবং সেখানে বসবাস করা বাসিন্দাদের মধ্যে একটি সান্নিধ্য তৈরি করা।এই প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়।
বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রোজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কুস্তিগীর আজগর আলী, আবু জাফর মোল্লা, হাফিজুর রহমান।খেলাটির আয়োজক ছিলেন মোহাম্মদ কায়ুম আলী ও যশোর জেলা দাবাবীর হাদীউজ্জামান।
এদিনের খেলায় ৭৬টি দল অংশ গ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা। খেলায় চ্যাম্পিয়ন হন নারায়ণগঞ্জ জেলার সি এম আবু হানিফ, রানারআপ ঢাকার মোহাম্মদ মাসুম হোসেন। এরপরে পর্যায়ক্রমে ঝিনাইদহের পূর্ণান্দন বিশ্বাস ও আকরামুল আজম, ময়মনসিংহের গোলাম মোস্তফা,কুষ্টিয়ার মহায় মমিনুল ইসলাম এবং ঝিনাইদহের চাঁদ মিয়া,যশোরের দাবাবীর হাদিউজ্জামান ।
খেলাটি পরিচালনা করান রেপিড রিটিং দাবা প্রতিযোগিতা বাংলাদেশ আরবিটর ঢাকা দাবা ফেডারেশনের জাফরুল ইসলাম ।