স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলায় পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরণ ও ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাসের উদ্বোধন করা হয়।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান মিলন।
কলেজের প্রভাষক সঞ্জীব বসুর স ালনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রভাষক জিএম রফিকুল ইসলাম, মো. নূর জালাল, তাপস কুমার মন্ডল, মো. ইকবাল কবীর, অভিভাবক সদস্য রসময় বিশ্বাস, শিক্ষার্থী নূরনাহার আক্তার বিথী, মোহাম্মাদ ইসরাফিল প্রমুখ।