বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় শেখ কামাল ২য় বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাঘারপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দিতা করেন যশোর সদরের উপশহর ব্রাদার্স ইউনিয়ন একাদশ বনাম ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ একাদশ বসুন্দিয়া। এতে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে উপশহর ব্রাদার্স ইউনিয়ন। খেলার শেষার্ধে ৮৫ মিনিটের মাথায় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাইম হোসেন গোল করে দলকে চ্যাম্পিয়ন করে।
ফাইনাল খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু। যশোর জেলা ফুটবল এ্যসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, জেলা ফুটবল দলের প্রধান কোচ আলমগীর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, সহ সম্পাদক মইনুজ জোহর মুকুল, নির্বাহী সদস্য ওহিদুজ্জামান, সাবেক ফিফা রেফারি সাইদুল ইসলাম বাচ্চু, ভেন্যু সদস্য ও লীগ সচিব মাশরুল আলম, ভেন্যু চেয়ারম্যান গোলাম দস্তগীর, প্যানেল মেয়র শরিফুল ইসলাম প্রমুখ।
খেলার ধারাবিবরণীতে ছিলেন মাসুম রেজা ও সুলতান মাহমুদ।